সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: গুসকরার জনপ্রিয় ‘ছন্নছাড়া’ ক্লাবের পরিচালনায় বারোয়রি তলায় আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি ও গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাব।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৬০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। রক্তদাতাদের মধ্যে ১১ জন মহিলা ছিলেন। ১৫ জন এই প্রথমবারের জন্য রক্তদান করেন। সংখ্যাটা যথেষ্ট আশাপ্রদ। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মল্লিকা চোংদার, বিষাণ অ্যাথলেটি্ক ক্লাবের সম্পাদক সৌগত গুপ্ত সহ অন্যান্যরা, গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সভাপতি শিশির কুমার ঘোষ ও অন্যান্যরা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, এলাকার একাধিক সমাজসেবী এবং ‘ছন্নছাড়া’ ক্লাবের সম্পাদক তথা গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী ও অন্যান্য সদস্য সহ শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। কুশল বাবু নিজেও রক্তদান করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা রক্তদান শিবিরের উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।
রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে ‘ছন্নছাড়া’ ক্লাবের সম্পাদক কুশল মুখার্জ্জী বলেন, গত এক মাসের মধ্যে গুসকরা শহরের বুকে একাধিক রক্তদান শিবির আয়োজিত হয়েছে। তারপরও রক্তদান করার জন্য সাধারণ মানুষের আগ্রহ সত্যিই প্রশংসার দাবি রাখে। আশাকরি আগামী দিনেও প্রতিটি শিবির সফল হবে। তিনি অন্যান্য সংস্থাদের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য অনুরোধ করেন।


















