eaibanglai
Homeএই বাংলায়কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল জেলা সভাপতি

কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল জেলা সভাপতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- চলতি বছরেই রাজ্য বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটের লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছে শাসক বিরোধী সহ অন্য রাজনৈতিক দলগুলি। তারই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নাম না করে ভোটের ময়দানে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাঁকুড়ার জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়।

প্রসঙ্গত সম্প্রতি বাঁকুড়ার তালডাংরায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিল শেষে একটি সভারও আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখার সময় জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নাম না করে ‘কি একজন মজুমদার’ উল্লেখ করে বলেন, “বাপের ব্যাটা হলে তালডাংরায় দাঁড়ান, এখানকার মানুষ আপনাকে কোথায় ছুঁড়ে ফেলবে দেখবেন।” এমনকি ২৬ এর নির্বাচন শেষে বিজেপির উস্কানীদাতাদের কি অবস্থা করা হয় সেটাও দেখবেন বলে প্রকাশ্য সভামঞ্চ থেকে হুঁশিয়ারী দেন।

এদিকে তৃণমূল জেলা সভাপতির ওই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশীষ লায়েক তারাশঙ্করবাবুকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘উনি নিজে দাঁড়ান, তৃণমূল জেলা সভাপতির জামানত বাজেয়াপ্ত করার দায়িত্ব আমাদের।”

চ্য়ালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জের শাসক বিরোধী এই তরজা ঘিরে ইতিমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের উত্তাপ পেতে শুরু করেছে তালডাংরাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments