নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে ডিএসপির আবাসন থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত মহিলার নাম ছবি দাস (৫৫)। তিনি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে আয়া হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে মৃত ওই মহিলা তার স্বামীর সঙ্গে ডিএসপি টাউনশিপের ডি-সেক্টর মার্কেট এলাকায় একটি আবাসনে থাকতেন। এদিন ওই আবাসন থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশের খবর দেয়। খবর পেয়ে দুর্গাপুর থানায় পুলিশ পৌঁছয় ও আবাসন থেকে ছবি দাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেহের উপর প্রচুর নুন দেওয়া ছিল।
অন্যদিকে ছবি দাসের দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা দাবি করেন ওই মহিলার স্বামী তাকে খুন করে নুন দিয়ে ঢেলে রেখেছিলেন যাতে মৃতদেহ থেকে দুর্গন্ধ না বেরোয়। এলাকাবাসীর অভিযোগ মহিলার স্বামী প্রদীপ চক্রবর্তী কোন কাজ করতেন না, স্ত্রীর রোজগেরেই জীবন যাপন করতেন। যা নিয়ে দম্পতির মধ্যে বিবাদ লেগেই থাকত। তার জেরেই এই খুন বলে অনুমান তাদের। ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তের কড়া শাস্তিরও দাবি জানান তারা।
অন্যদিকে স্থানীয়দের ক্ষোভের জেরে মৃতার স্বামী অভিযুক্ত প্রদীপ চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


















