সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের বরাবনী ব্লকের দোমহানী এলাকায় খাবারের খোঁজে প্রায়ই ঢুকে পড়ে বানরের দল। মঙ্গলবারও সেইরকমই দোমহানী জলটাঙ্কি পাড়া এলাকায় ঢুকে পড়েছিল বানরের একটি বিশাল দল। এলাকায় তাণ্ডব চালিয়ে বানরের দল ফিরে গেলেও একটি সদ্যোজাত শিশু বানরকে ফেলে রেখে যায় তার মা। বিষয়টি নজরে আসতেই সদ্যোজাতের সাহায্য়ে এগিয়ে আসেন এক মহিলা। বানর শিশুটিকে তুলে নিয়ে গিয়ে শুশ্রূষা করেন। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকায় অসুস্থ হয়ে পড়া বানর শিশুটিকে দুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোলেন তিনি। এরই মধ্যে খবর দেওয়া হয় সরিষাতলী বন বিভাগের। খবর পেয়ে বনকর্মীরা এলাকায় পৌঁছয় ও বানর শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান।
বনকর্মীরা জানান শিশুটির বয়স ১০ দিনের মতো হবে। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বিট অফিসার সুমন্ত দাস বলেন, ” বানর শিশুটিকে রূপনারায়ণপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসা করা হবে।”


















