eaibanglai
Homeএই বাংলায়এসআইআর-এর নতুন রোল অবজারভারের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক

এসআইআর-এর নতুন রোল অবজারভারের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এসআইআর-এর শুনানি পর্ব চলাকালীন নতুন রোল অবজারভারের উপস্থিতিতে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। বৈঠকে জেলাশাসক এস পোন্নাবলম সহ উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠকের পর জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শুনানি প্রক্রিয়ায় জেলায় মোট ২.৭৭ লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছিলো। তার মধ্যে ১.৩৩ লক্ষ মানুষ শুনানিতে এসেছেন। এখনোও প্রায় ১,৫০ লক্ষের শুনানি বাকি রয়েছে। বাকিদের শুনানি এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়াও, আন ম্যাপিংয়ের ক্ষেত্রে ১.৪৫ লক্ষের মধ্যে ১.৩৩ লক্ষের শুনানি পর্ব মিটেছে। নির্ধারিত দিনে কোনও কারণে শুনানিতে অনুপস্থিত থাকা ১২ হাজার জনকে দ্বিতীয়বার উপস্থিত থাকার সুযোগ দেওয়া হবে।”

অন্যদিকে এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএমের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের হয়রানির অভিযোগ করা হয়। তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় এক রকম বলেছিলো। কিন্তু পরবর্তী সময়ে কমিশন নানা ধরনের নির্দেশ দিচ্ছে, তাতে মানুষের মধ্যে বিভ্রান্ত বাড়ছে ও অনেকেই দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। তারা বুঝতে পারছেন না যে, কোন নথি নিয়ে তারা শুনানিতে যাবেন। অবিলম্বে, নির্বাচন কমিশনকে এইসব সমস্যা দুর করার দাবি জানান তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments