নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে আয়োজিত ‘কমল মেলা’র উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলায় এটাই তাঁর প্রথম কর্মসূচি। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসেছেন নবীন।
এদিন আতশবাজির মাধ্যমে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানান দলীয় নেতা কর্মীরা। মেলা উদ্বোধনের পর সমাবেশে নীতীন বলেন,”বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জাতিকে অগ্রগতির পথে পরিচালিত করার ক্ষেত্রে বাংলার যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ২০৪৭ সালে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে জাতির পাশাপাশি তাদের ভূমিকা পালনের জন্য বাংলার যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বাংলা তার সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা এবং শিল্পের জন্য জাতীয় ও বিশ্বব্যাপী বিখ্যাত। বাংলার মহাপুরুষ, বিজ্ঞানী, শিক্ষক এবং বিশ্বনেতাদের জাতির প্রতি অবদানের ইতিহাস শত শত বছর পুরনো।” পাশাপাশি কমল মেলার আয়োজন নিয়ে তিনি বলেন, “এই ধরনের মেলা আয়োজন ভবিষ্যতে বাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।”
এদিনের অনুষ্ঠানে অন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে, রাজ্য ইনচার্জ সুনীল বনশল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক, সাংসদ সৌমিত্র খান, বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জ্যোতির্ময় মাহাতো, পার্শ্ববর্তী চারটি জেলার বিধায়ক সহ স্থানীয় বিজেপি নেতারা।
কমল মেলার উদ্বোধনের পর, নীতীন নবীনের সভাপতিত্বে সিটিসেন্টারের একটি বেসরকারি হোটেলে সংগঠনের মূল কমিটির সদস্যদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে খবর বৈঠকে সংগঠনকে শক্তিশালী করা এবং সম্প্রসারণ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়।
অন্যদিকে এদিন কমল মেলার অন্যতম আকর্ষণ ছিল বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালী ঠাকুরের গানের অনুষ্ঠান। তার সুরেলা গানের মুর্ছনায় মেতে ওঠেন শ্রোতারা।


















