eaibanglai
Homeএই বাংলায়জলের দাবিতে বিক্ষোভ

জলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জলের দাবিতে বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ পঞ্চায়েতে একাধিকবার জানানো সত্বেও কোন কাজ হয়নি।

স্থানীয়দের অভিযোগ বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে বিকল দুটি টিউবওয়েল। বছর খানেক আগে এলাকায় জলের পাইপ লাইন বসানো হয় এবং প্রথম প্রথম জল সরবরাহ হলেও পরে কোন অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জলের সমস্যার কথা জানানো হলেও কোন কাজ হয়নি। এদিকে ওই বাস স্ট্যান্ড দিয়ে প্রতিদিন প্রায় কয়েকশো মানুষের যাতায়াত। অথচ জলের ব্যবস্থা না থাকায় স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে নিত্য়যাত্রী, স্কুল পড়ুয়া সকলেই সমস্যায় পড়েন।

শনিবার দুটি বিকল টিউবওয়েলের সামনেই ক্ষোভে ফেটে পড়লো এলাকাবাসী। তারা জানান টিউবওয়েল দুটি বছরখানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েতের কাছে একাধিকবার জল ট্যাঙ্কের জন্যও আবেদন করা হয়েছিল, কিন্তু তাতে কোন ফল হয়নি। জলের সমস্যা নিয়ে পঞ্চায়েতের কোন হেলদোল নেই। এরপরও দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে গ্রামবাসী।

অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি। স্থানীয় বিজেপি নেতা ভগিরথ ঘোষ বলেন,”পঞ্চায়েতের ঘুম ভাঙে না। সেই জন্যই এলাকার মানুষকে এক কিলোমিটার দু’কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে। এটাই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি।”

যদিও মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় দ্রুত জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments