নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ মুখপোড়া, পেটকাটি,চাঁদিয়াল,দিশি আরো কত কি। মকরসংক্রান্তির দিনে হুগলী জেলার শ্রীরামপুর শহরের আকাশ জুড়ে শুধুই ঘুড়ির মেলা। বছরের বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ রয়েছে। শ্রীরামপুর শহরে তা পৌষ সংক্রান্তির দিনে। সকাল থেকেই বিভিন্ন বাড়ীর ছাদে কেউ আবার ফাঁকা মাঠে তারস্বরে গান চালিয়ে ঘুড়ি ওড়াতে ব্যস্ত। কেউ অন্যের ঘুড়ি কাটতে আবার কেউ কেটে গেলেই আওয়াজ ভোওওওও কাট্টা। তবে এই রেওয়াজ আজ থেকে বেশ কয়েক বছর আগেও যতটা রমরমা ছিল দিন এবং কালের পরিবর্তনে ক্রমশ বিলুপ্তির পথে। একে কর্মব্যস্ততা তার ওপর ঘুড়ি সুতোর দাম সব মিলিয়ে অনেক হুযুগে যুবকই ব্যাপারটি থেকে সরে আসছেন। শ্রীরামপুর এর এক যুবকের কথায় “আগে পৌষসংক্রান্তি র সপ্তাহ খানেক আগে থেকে কাঁচ গুড়ো করে শাবুর মাঞ্জা তৈরী হত।” চেন, গান,বর্ধমান বিভিন্ন রকমের সুতো কিনে তাতে মাঞ্জা দেওয়ার চল থাকলেও এখন সেই যায়গা নিয়েছে চিনে প্লাস্টিক সুতো। যা নষ্ট হয় কম ফলে তার থেকে পাখি থেকে মানুষ সবারই ক্ষতির খবরও বহুবার হয়েছে। তবু আনন্দের একটা উপসর্গ যদি পাওয়া যায় তা কেউ হাতছাড়া করতে চাননা। তাই পৌষপার্বন এর এই একটা দিন কম হলেও সবাই একস্বরে ভোওওওওও কাট্টা।