eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ঘোড়া/খচ্চর, নির্বিকার প্রশাসন

দুর্গাপুর শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ঘোড়া/খচ্চর, নির্বিকার প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ শহরের মাঝ বরাবর গৃহপালিত পশু তথা গরু, মোষ, ছাগল প্রভৃতি প্রতিপালন করা আইনবিরুদ্ধ। কিন্তু বর্তমানে সেই আইনকেই বুড়ো আঙুল দেখিয়ে শিল্পশহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে গরু, মোষ, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু। সেই সঙ্গে এবার নতুন সংযোজন ঘোড়া তথা খচ্চরের দাপট। গত বেশ কয়েকদিন যাবত দুর্গাপুরের স্টীল টাউনশিপের তিলক রোড, ডেভিড মোড়, মহিস্কাপুর সহ একাধিক এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই এই গৃহপালিত প্রাণীটি। শুধু ঘুরে বেড়ানো নয়, আচমকায় রাস্তার ওপরে চলে আসায় যখন তখন দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, তাড়াতে গেলেই উল্টে তেড়ে আসছে এই খচ্চরগুলি। গত কয়েকদিনে এদের পাল্টা আক্রমনে কমবেশী কয়েকজন আহতও হয়েছেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, স্টীল টাউনশিপ এলাকারই কোনও এক ব্যক্তি বেশ কয়েক মাস আগে গোটা কয়েক খচ্চর নিয়ে এসেছিলেন। সেগুলিকে নিয়ে দুর্গাপুর শহরের বিভিন্ন মেলা বা অনুষ্ঠান প্রাঙ্গণে বাচ্চাদের খচ্চরের পিঠে চড়িয়ে মনোরঞ্জন করে জীবিকা নির্বাহ করত তারা। কিন্তু মেলা ছাড়া অন্যান্য দিনগুলিতে এই এই অবলা প্রাণীগুলিকে বাইরে ছেড়ে দেওয়ায় সাধারণ মানুষ যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন তেমনি রাস্তা-ঘাটে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানীর আশঙ্কা থেকে যাচ্ছে এই প্রাণীগুলিরও। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে ডিএসপি কর্তৃপক্ষ শহরের মধ্যে গৃহপালিত পশু প্রতিপালন আইনবিরুদ্ধ বলে জানাচ্ছে সেখানে কি করে এই খচ্চরগুলিকে প্রত্যেক দিন খোলা রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে। এবিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments