নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ তুমি লও মা পুষ্পের ভার……আমায় দাও মা বিদ্যার ভার। হ্যাঁ, শনিবার থেকেই রাজ্যজুড়ে চলছে বিদ্যাদেবীর আরাধনা। সকাল থেকেই স্নান সেরে নতুন পোশাক পড়ে মায়ের কাছে অঞ্জলী দেওয়ার পালা চলছে। ব্যতিক্রম নয় দুর্গাপুরও। কিন্তু আর পাঁচ জায়গার থেকে আলাদা করে সরস্বতী পুজো উপলক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিলেন দুর্গাপুরের ৪১ নং ওয়ার্ডের পৌরপিতা পিপুল সাহা। দুর্গাপুরের ৪১ নং ওয়ার্ডে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭০টি সরস্বতী পুজো কমিটির প্রত্যেককে পুজোর প্রসাদের জন্য ৭ কেজি করে ফলের প্যাকেট তুলে দিলেন। তাঁর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলেই। পৌরপিতা পিপুল সাহার বক্তব্য, এরকম অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য হল, আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে সকল পুজো উদ্যোক্তাদের কাছে তিনি আবেদন জানিয়েছেন যাতে মাইক বাজানোর ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা হয়। উচ্চস্বরে মাইক বাজানোর ফলে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্যই এই উদ্যোগ বলে জানান তিনি।