নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়াঃ ভামুরিয়া বাথানেশ্বর শিবরাত্রি পুজাকমিটির উদ্যোগে ভামুরিয়া শিবমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল “গনবিবাহ”। মঙ্গলবার এই গণবিবাহ উপলক্ষ্যে ৪ জোড়া নবদম্পতির শুধু বিয়েই হল না, সেইসঙ্গে পাত্রপক্ষকে দেওয়া হল খাট, আলমারি ও বাসনপত্র। আর এই গণবিবাহ উপলক্ষ্যেই মন্দির প্রাঙ্গণে পাত পেড়ে খেলেন পাত্রপক্ষ, পাত্রীপক্ষ সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা। এই ধরনের গনবিবাহ এলাকায় প্রথম। তাই এইদিন বিবাহ উপলক্ষ্যে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। শিবরাত্রীর দিন থেকে নবকুঞ্জ শুরু হয়েছে নিতুরিয়ার ভামুরিয়া বাথানেশ্বর শিবমন্দির প্রাঙ্গনে। চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। বাঁকুড়া জেলার শালতোড়ার আরতি মণ্ডলের সাথে পুরুলিয়া জেলার ভামুরিয়ার কাজল মাজি, পুরুলিয়ার আলকুশার চায়নি কর্মকারের সাথে পশ্চিম বর্ধমানের শীতলপুরের যূধিষ্টির কর্মকার, পুরুলিয়ার হীরাখুনের পার্ব্বতী মুর্ম্মুর সাথে পশ্চিম বর্ধমানের সালানপুরের গয়ারাম মুর্ম্মু , ঝাড়খণ্ডের জামতোড়ার রেনুকা কর্মকারের সাথে জয়দেব কর্মকারের শুভবিবাহ সম্পন্ন হল। ভামুরিয়া বাথানেশ্বর কমিটির সম্পাদক হীরালাল মাজি জানান, যেসব যুবক-যুবতী সাবালক এবং বাড়ীর গুরুজনরা অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না তাদের জন্য সম্পূর্ন নিঃখরচায় গনবিবাহ দেওয়া হল। আগামী দিনে আরও বৃহৎ আকারে এই অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।