নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এক দিনের ব্যবধানে ফের বাঁকুড়ায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। গত বুধবার রাতে বাঁকুড়ার শালতোড়ায় উদ্ধার হয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। ফের শুক্রবার বিস্ফোরক উদ্ধার হল বাঁকুড়ার ইন্দপুর থানার বগা গ্রামে। ভোটের দিন ঘোষণা হতেই দিনের পর দিন উত্তেজনার পারদ চড়ছে বাঁকুড়ায়। জানা গেছে শুক্রবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে ইন্দপুর থানার বগা গ্রামে পুলিশ তল্লাশি চালায় সীতারাম মণ্ডল নামে এক ব্যাক্তির বাড়িতে। তার বাড়ি থেকেই থেকেই উদ্ধার হয় বিপুল পরিমান বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৮০০ ডিটোনেটর, এক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট, ২০০ পিস পাওয়ার জেল সহ বিপুল পরিমান বিস্ফোরক। ঘটনায় সীতারাম মণ্ডল নামে ওই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারনত এই ধরনের বিস্ফোরক পাথর খাদানে ব্লাস্টিংয়ের কাজে ব্যবহার করা হয়। কিন্তু কি কারনে ওই ব্যক্তি এই বিপুল পরিমান বিস্ফোরক জড়ো করেছিল তা স্পষ্ট না হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।