নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ শুধুমাত্র একটি বিনোদনমূলক ছবি, আর সেই ছবির সিনেমা হলে মুক্তি নিয়ে হত কয়েক মাস যাবৎ তোলপাড় রাজ্য-রাজনীতি। গত কয়েকমাসে পরিচালক অনীক দত্ত নির্দেশিত “ভবিষ্যতের ভূত” সিনেমার মুক্তির ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা জারি এবং তারপর থেকে এই সিনেমাকে নিয়ে এত জল ঘোলা হয়েছে, যে গত ১০ বছরে কোনও সিনেমাকে নিয়ে এত আলোচনা বোধহয় কোনও বাংলা ছবিকে ঘিরে দেখা যায় নি। কিন্তু এতকিছুর পরেও ভবিষ্যতের ভূতেদের দেখতে সাধারণ মানুষের আগ্রহ এতটুকু কমেনি। রাজ্যের সিনেমা হলগুলিতে এই সিনেমা প্রদর্শনের উপর নিসেধাজ্ঞার প্রতিবাদে এর আগেও রাস্তায় নেমেছেন সিনেমায় অভিনয় করা সমস্ত কলাকুশলীরা। শনিবার ফের এক বার প্রতিবাদের মিছিলে হাঁটতে চলেছেন এই সিনেমার কলাকুশলীরা। শনিবার বিকেল ৫টায় দুর্গাপুরের সিটিসেন্টারে বিগবাজার সংলগ্ন কার্নিভাল সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে তা শেষ হবে গান্ধীমোড় সংলগ্ন জংশন মলের সামনে। সিনেমার সমস্ত কলাকুশলীদের পাশাপাশি মিছিলে উপস্থিত থাকবেন “ভবিষ্যতের ভূত” ছবির নির্দেশক অনীক দত্ত।