নিউজ ডেস্কঃ লোকসভা ভোটের প্রচারে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে বিতর্কিত গান পোষ্টের ঘটনা। অবশেষে নিজের গাওয়া গান নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁর গাওয়া গানকে কেন্দ্র করে যদি কোনও বিতর্ক তৈরী হয়ে থাকে বা নির্বাচন কমিশন যদি শোকজ নোটিশ পাঠায় তাহলে নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে তিনি প্রস্তুত। পাশাপাশি তিনি জানান, যে গান নিয়ে এত বিতর্ক সেই গান তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নি, বরং অন্য কারোর মাধ্যমেই এই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। তিনি জানান, কোনও গান বাজারে রিলিজ করতে গেলে যেসমস্ত আইনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি এই গান রিলিজ করার ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হবে। বর্তমানে এই গান এখনও তাঁর তরফে রিলিজ করা হয়নি বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।