জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: ভোট এলেই আসে উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু ভোট পেরোতেই আর দেখা মেলে না ভোট বাবুদের। প্রতিবাদে এবার লোকসভা ভোটের প্রাক্কালে ভোট বয়কটের ডাক দিলেন গোটা গ্রামের বাসিন্দারা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে জঙ্গল মহল পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের মধুপুর ও বট্টাড় গ্রামে। এই গ্রামেগুলিতে গেলেই নজরে পড়বে গ্রামবাসীদের লেখা দেওয়াল লিখন – “গ্রামে খাবার জল নেই, রাস্তা নেই, আই.সি.ডি.এস ভবন নেই, বৃদ্ধ ও বিধবাদের পেনশন নেই, তাই এবার ভোটও নেই, নেতা তুমি ফিরে যাও| অনেক ভোট দেওয়া হয়েছে কিন্তু পেয়েছি শুধুই মিথ্যা প্রতিশ্রুতি, তাই এবার আর ভোটও নেই। এমনই বিভিন্ন সব শ্লোগান বাড়ির দেওয়ালে দেওয়ালে লিখে ভোট বয়কটের ডাক দিয়েছেন দুই গ্রামের বাসিন্দারা। অভিযোগ স্বাধীনতার ৭০ বছর পরেও উন্নয়ন থেকে বঞ্চিত পুরুলিয়ার মধুপুর ও বটটাড় নামে এই দুটি গ্রাম। তাই রাজীব মাহাতো, লখিন্দর মাহাতোদের মতো গ্রামবাসীরা আর ভোট চায় না। চায় না কোনও নেতার মিথ্যা প্রতিশ্রুতি। তাই কোনও নেতাকেই গ্রামের ঢুকতে দেওয়া হয়নি, করতে দেওয়া হয়নি ভোটের প্রচার। তাদের অভিযোগ, প্রত্যেকবার নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি মতো ভোট দিয়ে যায়, কিন্তু ভোট পেরোলেই সেই নেতা-মন্ত্রীরা ফিরেও তাকানোর প্রয়োজন মনে করেন না। তাই সমস্ত গ্রামবাসী আলোচনার মাধ্যমে আসন্ন লোকসভা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন