নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ মহকুমাশাসকের আশ্বাসেও গললো না বরফ। আসন্ন লোকসভা ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকলো দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কর্মী তথা পোষ্যগণ। শনিবার দুর্গাপুরের সিটিসেন্টারে মহকুমাশাসকের দফতরে মহকুমাশাসকের আবেদনে এক সভায় যোগ দিয়েছিলেন “আমরা পোষ্যগণ”-র সমস্ত সদস্যরা। সেখানে মহকুমাশাসক তাদের সমস্ত অভাব-অভিযোগ শোনার পর তাদের সমস্ত রকম সহায়তার আশ্বাস দেন এবং ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান। মহকুমাশাসকের আশ্বাসে ভরসা রাখলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোট বয়কটে অনড় থাকার সিদ্ধান্তে বহাল থাকলেন তারা। তাদের বক্তব্য, দীর্ঘদিন অনশনের পরেও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বা শ্রম মন্ত্রকের তরফে তাদের দাবিদাওয়া মেটানোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আগামীকাল মহকুমাশাসকের দফতর থেকেই তারা একটি পিটিশন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বা শ্রম মন্ত্রকে পাঠানোর দাবি জানিয়েছেন। মহকুমাশাসক তাদের দাবী মেনে নিয়েছেন বলে জানা গেছে।