eaibanglai
Homeএই বাংলায়রাজ্যজুড়ে ভোটপ্রচারের আবহের মধ্যেই অশান্তির আঁচ, আহত বাম নেতা

রাজ্যজুড়ে ভোটপ্রচারের আবহের মধ্যেই অশান্তির আঁচ, আহত বাম নেতা

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ভোট শুরুর আগেই ভোট প্রচারের মধ্যেই আক্রান্ত হলেন বাম নেতা। ঘটনা বাঁকুড়ার রানীবাঁধের। আক্রান্ত বাম নেতার নাম মধুসূদন মাহাত। জানা গেছেম বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার সেরে নিজের বাড়িতে ফেরেন তিনি। পরিবারের অভিযোগ, খাওয়াদাওয়া শেষে ঘুমোতে যাওয়ার সময় আচমকায় কয়েকজন দুষ্কৃতি তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে পরে বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একদিকে যখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তখন সমস্ত কিছু থেকে দূরে থেকে ভোটপ্রচারে খামতি রাখতে নারাজ বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী ডঃ সুভাষ সরকার। শুক্রবার তিনি একপ্রস্থ বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকায় ঘুরে ঘুরে শাসকদলের উন্নয়নের নমুনা দেখলাম। গ্রামের বহু বাড়ি ছিন্নভিন্ন, ছাঁদ ফুঁটো হয়ে গিয়েছে, দেওয়াল ভেঙে গিয়েছে। পাশাপাশি শিল্প নিয়েও রাজ্যকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, এলাকার বহু শিল্পী বেল মালা তৈরী করে জীবিকানির্বাহ করেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের জন্য কোনো বাজার তৈরী করেনি বর্তমান সরকার। ক্ষমতায় এলে তিনি এই সমস্ত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিজেপি, তৃণমূল, বামেদের প্রচার অভিযান অব্যহত তখন পিছিয়ে নেই আসানসোলের হেভিওয়েট বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। শুক্রবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি এলাকায় হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারলেন তিনি। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের অভাব অভিযোগের কথাও শোনেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments