eaibanglai
Homeএই বাংলায়রাজ্যে পৃথক দুর্ঘটনায় মৃত ১, আহত ১, বাসচালককে ধোলাই আহতের

রাজ্যে পৃথক দুর্ঘটনায় মৃত ১, আহত ১, বাসচালককে ধোলাই আহতের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অন্ডালের পর এবার দুর্গাপুরে। বেপরোয়া মিনিবাসের ধাক্কা এক সাইকেল আরোহীকে। ঘটনা দুর্গাপুর থানার অন্তর্গত বি-জোনের উইলিয়াম কেরি এলাকার। জানা গেছে, রবিবার সকালে বি-জোন রুটের একটি বাস উইলিয়াম কেরি এলাকায় এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সামান্য আহত হন সাইকেল আরোহী। কিন্তু তখনকার মত ওই সাইকেল আরোহী বাসের চালককে কিছু না বললেও। কিছুক্ষন পর বাসটি ফের ওই রুটে গেলে আহত ওই সাইকেল আরোহী রাস্তার ওপর সাইকেল দাঁড় করিয়ে বাসটিকে আটকায়। এরপর ঘাতক ওই বাসের চালককে বাস থেকে নামিয়ে কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি বাসটিতেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ বি-জোন রুটের সমস্ত বাস চালকেরা বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন বি-জোন রুটের মিনিবাসগুলি বেপরোয়া হয়ে উঠছে। বাস চালকদের রেষারেষি ও বেপরোয়া বাস চালানোর জেরে রাস্তায় বেরনো বিপজ্জঙ্ক হয়ে উঠছে বলে অভিযোগ এলাকাবাসীদের। রবিবার বাস ভাঙচুর ও অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার অন্তর্গত বি-জোন ফাঁড়ির পুলিশ। অন্যদিকে, রবিবারে সকালে পুরুলিয়ার বরাভূম এবং উরমা রেলস্টেশনের মাঝে কানা রেলগেটে ডাউন লাইনে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সিপিএম নেতার। মৃতের নাম শ্রীপতি রজক। জানা গেছে, অবিভক্ত কমিউনিস্ট পার্টির সময় থেকেই তিনি সিপিআইএম দলের সদস্য ছিলেন| রবিবার দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া। বলরামপুর ব্লক সি পি আই এম নেতা মনিময় গোপ জানান, তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments