নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আসানসোলের বিজপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়ের প্রচারের গাড়ির ধাক্কায় জখম পথচারী। গত ৪৮ ঘণ্টায় দু’বার একই ঘটনায় আহত হলেন তিনজন পথচারী। জানা গেছে, সোমবার অন্ডাল থানার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায় আরতি মুখার্জী ও শংকর মুখার্জী নামে এক আইনজীবী দম্পতি তাদের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের অভিযোগ, সেই সময় সাংসদ বাবুল সুপ্রিয়ের প্রচারে ব্যবহৃৎ তাঁর জিপসি গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় ওই দম্পতিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় স্কুটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। স্থানীয়রাই তাদের দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। শুধু সোমবার নয়, গতকালও একইভাবে আসানসোলে ওই জিপসি গাড়িটি এক ব্যক্তির পায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গাড়ির চালকের বিরুদ্ধে। ঘটনায় বাবুল সুপ্রিয় আসানসোলে আহত ওই ব্যক্তির চিকিৎসার সমস্ত দায়ভার গ্রহণ করলেও ফের পরের দিন আবারও একই ঘটনায় এলাকার মানুষজন ওই গাড়ির চালকের ওপর ক্ষুব্ধ। অন্যদিকে একই দিনে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারল একটি অটো। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হেড়োভাঙ্গা রোডের রায়বাঘিনী মোড়ের। জানা গেছে, ক্যানিং থেকে সাতমুখীগামী একটি অটো যাত্রী নিয়ে যাচ্ছিল, সেইসময় উল্টোদিক থেকে সাইকেল নিয়ে এক পড়ুয়া সাইকেল নিয়ে আচমকায় রাস্তার মাঝে চলে আসলে ওই সাইকেল আরোহীকে বাঁচাতে রাস্তার পাশে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক অটোটিকে আটক করলেও চালক পলাতক।