নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ প্রত্যেক বছরের মতো এবারেও হুগলীর মুখার্জী বাড়িতে মহাসমারোহে চলছে মুখার্জী বাড়ির অন্নপূনা মায়ের আরাধনা। বর্তমানে এই পূজার অন্যতম উদ্যোক্তা হলেন সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জী। জানা গেছে, মুখার্জী বাড়ির ঐতিহ্যবাহী পুজো হলেও বর্তমানে এই পুজো জাতি, ধর্ম, ধনী, দরিদ্র নির্বিশেষে সর্বসাধারণের এক মিলনক্ষেত্র। তিনি জানান, এখানে বাসন্তী পুজো তথা দূর্গা পুজোর সমস্ত রীতি মেনেই রাজ রাজেশ্বরী শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা ছাড়াও নবরাত্রি ব্রত উদযাপন, রাম নবমীর পূজা পাঠ এবং শ্রীশ্রী চন্ডী সপ্তসতী মহাযজ্ঞ, সাধু ভাণ্ডারা করা হয়। অন্নপূর্ণা পূজার দিন বিশেষ হোম যজ্ঞও করা হয়। পুজোর ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে জয়দীপ মুখার্জী জানান, ৭৮ তম বর্ষের এই পুজোর সূচনা করেছিলেন তাঁর ঠাকুমা কমলারানী মুখার্জী। সেইসময় ঘট পুজো হলেও বর্তমানে মূর্তি পুজোর প্রচলন রয়েছে। বিগত ৩১ বছর ধরে মূর্তি পূজার প্রচলন হয়েছে বলে জানালেন তিনি। জয়দীপ বাবু আরও জানান, পুজোর কয়েকটাদিন মুখার্জী বাড়ির বহু বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ, সাধু সন্যাসীগণ, প্রণম্য ধর্মগুরু, পুরোহিত এবং জ্যোতিষ বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন। এই বছর মা অন্নপূর্ণার পূজা উপলক্ষ্যে মুখার্জী বাড়িতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি ছাড়াও দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ রামকৃষ্ণ মিশন ও ইস্কনের বিশিষ্ট মহারাজ, ভারতে নিযুক্ত নেপাল, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সুপ্রীম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণান ও অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশানের সভাপতি তথা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদীশচন্দ্র আগরওয়াল। সবশেষে পুজার উদ্যোক্তা জয়দীপ মুখার্জী জানান, রায়গুণাকর ভারতচন্দ্রের সেই বিখ্যাত লেখার রেশ টেনে বলেন, মা অন্নপূর্ণার কাছে শুধু একটাই প্রার্থনা জাতি, ধর্ম, ধনী, দরিদ্র নির্বিশেষে সবাই যেন দুধে ভাতে থাকতে পারেন।