নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার উন্নয়ন হয় না। এই দাবিতে সোমবার উন্নয়নের দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে আসন্ন লোকসভা ভোট বয়কটের ডাক দিলেন এলাকার বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার ইন্দপুর ব্লক এলাকার। এলাকাবাসীদের অভিযোগ, ইন্দপুরের গৌরবাজার ও ভেদুয়াশোল গ্রামপঞ্চায়েত এলাকার শাঁকড়া-ডাবর, রুনুডি, গোয়ালাডাঙ্গা, হরিডিহি ও মেজিয়া গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থা। বিভিন্ন এলাকা ও প্রধান শহরে যাওয়ার একমাত্র এই রাস্তা বর্তমানে খানাখন্দে ভরে আছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এই রাস্তায় এক ঝুরি মাটিও পড়ে নি। ফলে রাস্তার ভয়াবহ অবস্থায় একপ্রকার গৃহবনদী হয়ে পড়েছেন গৌরবাজার ও ভেদুয়াশোল গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামের শ-খানেক পরিবার। গ্রামবাসীদের বক্তব্য, প্রত্যেকবার ভোটের মুখে বিভিন্ন দলের নেতা ও প্রার্থীদের মুখে এলাকার উন্নয়নের বহু ফিরিস্তি পেয়েছি, কিন্তু ভোট পেরোলে কাজের কাজ কিছু হয়নি। তাই বাধ্য হয়ে তারা এবার আসন্ন লোকসভা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন গ্রামের মহিলা ও শিশুরা ভোট বয়কট ও রাস্তা সারাইয়ের দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন। এলাকাবাসীদের অভিযোগ, বেহাল ওই সড়কে গ্রামের পড়ুয়াদের স্কুল, কলেজে যেতে যেমন ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় তেমনি কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ব্যাপক সমস্যায় পড়তে হয়। বিষয়টি লিখিত আকারে বল নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তবে গ্রামের উন্নয়নের দাবি হোক কিংবা অন্য কোনও দাবিদাওয়া নিয়েই হোক লোকসভা নির্বাচনের মুখে ভোট বয়কটের সিদ্ধান্ত রাজ্যে এই প্রথম নয়। কিছুদিন আগেই পুরুলিয়ার বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় গ্রামের সমস্ত বাড়ির দেওয়ালে উন্নয়নের দাবিতে শ্লোগান লিখে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন একাধিক গ্রামের বাসিন্দারা। দুর্গাপুরে ডিপিএলের পোষ্য কর্মীদের দাবি-দাওয়ার পূরণ না হওয়ায় এখনও পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বেশকয়েকটি গ্রামের বাসিন্দাদের ভোট বয়কট।