নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বুধবার অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে নিজের সম্পর্কে বেশকিছু অজানা তথ্য তুলে ধরেছিলেন। সেই বিশেষ সাক্ষাৎকারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন শাসক-বিরোধী দুই যুযুধান দল হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌহার্দ্যমূলক ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানিয়েছিলেন প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কুর্তা ও সৌজন্যের বার্তা হিসেবে মিষ্টি উপহার পাঠান। দুই রাজনৈতিক দলের দুই প্রবল প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারস্পরিক সখ্যতাকে তুলে এনেছিলেন সর্বসমক্ষে। কিন্তু নরেন্দ্র মোদীর সেই বিশেষ সাক্ষাৎকারের সেই বিশেষ বার্তাকে মোটেও ভালোভাবে নেয়নি বাম শিবির। যার প্রমাণ পাওয়া গেল বুধবার সন্ধ্যায় প্রবীন কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরির মন্তব্যে। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে বামপ্রার্থী আভাস রায় চৌধুরীর সমর্থনে এক জনসভায় ফের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের আঁতাতের তত্বকে জোড়ালো করলেন। তাঁর বক্তব্য, “এখানে কুস্তি, দিল্লিতে দোস্তির আরও এক প্রমাণ মিললো প্রধানমন্ত্রীর বক্তব্যে”। সীতারাম ইয়েচুরি জানান, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরোধিতায় একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছেন কিন্তু আদপে দুই তরফেই সখ্যতা প্রমাণিত। অন্যদিকে, বাঁকুড়া জেলাতেও আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দুর্গাপুরে সীতারাম ইয়েচুরির মন্তব্যের স্বরূপ বাঁকুড়া জেলাতে বামকর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি জানান, “বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ”। লোকসভা নির্বাচনে এই দুই প্রতি পক্ষের বিরুদ্ধেই তাঁদের লড়াই বলে স্পষ্ট করে দেন বর্ষীয়ান এই বাম নেতা। এখানেই থেমে না থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে সূর্যকান্ত মিশ্র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বামফ্রন্টের তরফে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনের ঘটনাকে তুলে ধরে নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার দিকেও আঙুল তুলেছেন তিনি।