নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দেশের প্রধানমন্ত্রী হতে গেলে ২৭৩টি আসন লাগে, কিন্তু রাজ্যে মাত্র ৪২টি আসন। কী করে প্রধানমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এসে এমনই মন্তব্য করলেন বিজপি নেতা মুকুল রায়। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে প্রচারে এসে মুকুল রায়ের বক্তব্য, ওনার মস্তিষ্ক বিভ্রম ঘটেছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন নেতা-নেত্রীদের বিরুদ্ধে হেয়ালি করে তিনি জানান, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী হবেন অখিলেশ যাদব, মঙ্গলবার মায়াবতী এভাবে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী পদে বসবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রবিবার ছুটির দিন কোনও কাজ থাকে না। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন মুকুল রায়।
একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যখন কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন তখন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে “হনুব্রত” ও “ফুটোমস্তান” বলে ব্যাঙ্গ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা খাঁ। সম্প্রতি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শাসকদল তৃনমূল কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে নাম ঘোষণা হয়েছে অনুব্রত মন্ডলের। তারই পরিপ্রেক্ষিতে সুজাতা খাঁ জানান, বিষ্ণুপুরে ভোটের আগে অশান্তি সৃষ্টি করতে আসছেন অনুব্রত মণ্ডল।বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে বাঁকুড়া ২ নং ব্লকের মুডরা, আকুড়াবাঁধ, ভাদুল, গড়েরবনসহ বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করেন তিনি। পাশাপাশি তিনি জানান, বীরভূমের দুটি আসনেই বিজেপি জিতবে বলে আশাবাদী তিনি।