নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে রানীগঞ্জের সি.আই পার্থসারথি চক্রবর্তীর গাড়ি। ঘটনা রানীগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে আসার পথে দু-নম্বর জাতীয় সড়কের। জানা গেছে, মঙ্গলবার নিজের গাড়িতে করে জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকায় অন্ডালের কাছে জাতীয় সড়কের ওপর এক বাইক আরোহী কোনও কারণবশত বেসামাল হয়ে জাতীয় সড়কের ওপরেই গাড়ি নিয়ে পড়ে গেলে সিআই পার্থসারথি চক্রবর্তীর গাড়ির চালক ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন পার্থসারথি চক্রবর্তী, তাঁর গাড়ির চালক ও বীরবল মাহাতো নামে ওই বাইক আরোহী। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া মাত্রই স্থানীয় মানুষজন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত দুজনকে এবং বাইক আরোহীকে উদ্ধার করে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআই পার্থসারথি চক্রবর্তী ও তাঁর গাড়ির চালককে দুর্গাপুরের মিশন হাসপাতাল এবং আহত বাইক আরোহীকে দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করে। অল্পের জন্য প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় সি.আই পার্থসারথি চক্রবর্তীর আঘাত গুরুতর বলে জানা গেছে।