নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে ভস্মীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার। জানা গেছে ক্যানিং গোপালপুর আঞ্চলের দক্ষিণ কালিকাতলা গ্রামে মঙ্গলবার রাতে আচমকায় একটি বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন পুরো বাড়ীটি গ্রাস করলে বাড়ির সদস্যরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এলে দেখেন দাউ দাউ করে জ্বলছে সম্পূর্ণ বাড়িটি। তারাই ঘরের ভেতরে থাকা সদস্যদের উদ্ধারে হাত লাগান। ভয়াবহ আগুনে কেউ হতাহত না হলেও বাঁচানো যায় নি ঘর ও ঘরের আসবাবপত্র। আগুনে ভিটে মাটি ও সমস্ত জিনিসপত্র হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে শিশু ও বয়স্ক সদস্য সহ ওই পরিবার। বুধবার সকালে গিয়ে দেখা যায় চারিদিকে পোড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনের গ্রাসে সম্পূর্ণ পুড়ে ছাই বাড়ির ছাদটুকুও। তখনও ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে ওই পরিবার রাস্তায় নেমেছে। আপাতত কোনও সহৃদয় ব্যক্তি বা স্থানীয় প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে ওই পরিবার। অন্যদিকে বুধবার সকালে ফের পানাগড় বাজার এলাকার স্টেশন রোডে ইলেকট্রিক পোলে অগ্নিকান্ডের ঘটনা। জানা গেছে, বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন রাস্তার পাশে একটি ইলেক্ট্রিক পোলে আগুন জ্বলছে। আতঙ্কে ওই ব্যবসায়ীরা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ওই ইলেকট্রিক পোলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মাত্র কয়েকদিন আগেই পানাগড়ে আরও একটি ল্যাম্পপোস্টে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেইক্ষেত্রে আগুন না লাগ্লেওপলের নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। দমকল কর্মীদের বয়ান অনুযায়ী শটসার্কিট থেকেই পোলে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।