নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ চলতি বছরেই ভিনরাজ্যে কাজে যোগ দিতে গিয়ে এরাজ্যের শ্রমিক মৃত্যুর একের পর এক ঘটনা দেখেছে রাজ্যবাসী। কখনও বাঁকুড়া, পুরুলিয়া আবার কখনও বীরভূম ও অন্যান্য রাজ্য থেকে বিহার, ঝাড়খন্ড, এমনকি চেন্নাই, কেরলে কাজে গিয়েও শ্রমিকের রহস্য মৃত্যুর একের পর এক ঘটনা ঘটেছে। পরিস্থিতি এমনই হয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য থেকে ভিন রাজ্যে কাজে যেতে হবে না রাজ্যের মধ্যেই নিজেদের কাজের পরিধি সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইসময় কয়েকদিন ভিন রাজ্যে কাজে যাওয়ার ঝোঁক কমলেও ফের একই দিকে ঝুকছে রাজ্যের শ্রমিকরা। যেমন পুরুলিয়া জেলা। খরা প্রবন এলাকা হলেও কৃষি পুরুলিয়া জেলার প্রধান জীবিকা, কিন্তু বিকল্প কাজের সন্ধানে জেলার মানুষ এখন ভিন রাজ্যে যাওয়ার দিকে ঝুকছেন বেশি। খবর অনুযায়ী লোকসভা ভোটের পর থেকে বিভিন্ন রাজ্যে ইটভাটায় কাজ করতে পুরুলিয়া থেকে বহু মানুষ ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন। মানবাজার, বান্দোয়ান, বরাবাজার ,পুঞ্চা, ঝালদা, জয়পুর ,বাগমুন্ডি, কাশিপুর ব্লকের প্রত্যন্ত গ্রামগুলি থেকে গত এক মাসে প্রায় কয়েক হাজার মানুষ কাজের সূত্রে ঘর ছেড়েছেন বলে খবর। আর পরিবারের রোজগেরে মানুষ ভিন রাজ্যে চলে যাওয়ায় বাধ্য হয়ে পরিবারের শিশু ও মহিলাদের নিয়েই তারা কাজে যাচ্ছেন। ফলে একদিকে যেমন ঘর ফাঁকা অবস্থায় পড়ে থাকছে তেমনি ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ায় তাদেরও পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে মূলত ১০০ দিনের কাজ না থাকাকেই মূল দায়ী বলে মনে করছেন তারা। পাশাপাশি রেশনেও খাদ্যসামগ্রীর মান নিম্নমানের দেওয়ায় সাধারণ মানুষের মনে ক্ষোভ দেখা দিচ্ছে।
ফের পুরুলিয়া জেলায় বাড়ছে ভিনরাজ্যে কাজে যাওয়ার ঝোঁক
RELATED ARTICLES