নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আবারও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্গাপুরের পড়ুয়াদের অভূতপূর্ব সাফল্য। ২০১৯ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফের রাজ্য থেকে প্রথম স্থান দখল করলো দুর্গাপুরের পড়ুয়া সোহম মিস্ত্রি। দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র সোহম মিস্ত্রির এহেন সাফল্যে ফের আরও একবার উচ্ছ্বাসিত দুর্গাপুর তথা শিল্পশহর। তবে শুধু সোহম নয়, ওই একই স্কুল থেকে রাজ্যের মধ্যে তৃতীয় ও দশম স্থান দখল করেছে যথাক্রমে কৌস্তুভ সেন ও শুভজ্যোতি ঘোষ। দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার পড়ুয়া সোহম জয়েন্টেই নয়, উচ্চমাধ্যমিকেও রাজ্যে তৃতীয় স্থান দখল করেছিল। দুর্গাপুর হেমশিলা স্কুলের পড়ুয়া জয়েন্টে তৃতীয় স্থানাধিকারী কৌস্তভের বাড়ি সিটিসেন্টারে এবং দশম স্থানাধিকারী শুভজ্যোতি ঘোষের বাড়ি আসানসোলে। একইসঙ্গে তিন পড়ুয়ার এহেন সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত দুর্গাপুরের হেমশিলা স্কুল কর্তৃপক্ষও। উল্লেখ্য, চলতি বছর গত ২৬ মে তিন রাজ্যে (পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা) মোট ৩০২টি কেন্দ্রে ইঞ্জিনিয়রিং বিভাগে মোট দেড় লক্ষ পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসেছিলেন। লোকসভা ভোটের কারণে এবছর পরীক্ষা সাময়িক পিছিয়ে গেলেও পরীক্ষার ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বুধবার সকাল ১০টা থেকে সাংবাদিক সম্মেলনের পর বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ুয়ারা তাদের ফলাফল পেয়ে গেছেন।