নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ সম্পত্তিজনিত লালসা, আর সেই সম্পত্তি তার নামে লিখে না দেওয়ায় কুড়ুল দিয়ে বাবাকে কোপালো ছেলে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোলাবাড়ি এলাকার। আহতদের নাম নিতাই দাস (৭২) ও মা মঙ্গলী দাস(৬৩)। ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের দাদাও। জানা গেছে, গত কয়েকদিন ধরেই ওই পরিবারের ছোট ছেলে তার বাবার সম্পত্তি একটি দোকান তার নামে লিখে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল। কিন্তু বাবা নিতাই দাস ছোট ছেলের নামে ওই দোকান লিখে দিতে একাধিকবার অস্বীকার করেছিলেন। এই নিয়ে ফের বাবার সঙ্গে অভিযুক্ত যুবক বচসা শুরু করলে নিতাই দাস নামে ওই বয়স্ক বৃদ্ধ নিজের সিদ্ধান্তে অনড় থাকলে রাগের মাথায় ওই যুবক বাড়িতে রাখা ধারালো কুড়ুল দিয়া আচমকায় তার বাবা ও মাকে কোপাতে শুরু করে। বাবা-মাকে বাঁচাতে বড় ছেলে ছুটে গেলে ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে আহত হয় দাদাও। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের তিনজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত এক ছেলেকে ছেড়ে দিলেও ওই দম্পতি এখনও চিকিৎসাধীন। অভিযুক্ত যুবকের নামে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।