eaibanglai
Homeএই বাংলায়জলের দাবিতে পঞ্চায়েত সদস্যাকে "গৃহবন্দী" করে বিক্ষোভ

জলের দাবিতে পঞ্চায়েত সদস্যাকে “গৃহবন্দী” করে বিক্ষোভ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ জলের দাবিতে পঞ্চায়েত সদস্যাকে গৃহবন্দী করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা উখড়া গ্রাম পঞ্চায়েতের চুনারি পাড়ার। পঞ্চায়েত সদস্যাকে তার নিজেরি বাড়িতে কার্যত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। চুনারি পাড়া এলাকার মহিলাদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কলে জল পড়ছে না। ফলে প্রচন্ড গরমে চরম সমস্যায় পড়েছেন তারা। কলে জল না আসায় প্রায় দেড় কিলোমিটার দূরে একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে জল আনতে হচ্ছিল তাদের। দীর্ঘদিন এই বিষয়ে নন্দিনী রায় নামে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানানো সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা না নেওয়ায় ঘিরে চলে বিক্ষোভ। শুক্রবার সকাল থেকে পঞ্চায়েত সদস্য নন্দিনী রায়কে গৃহবনদী করে রেখে তার বাড়ির বাইরে চলে বিক্ষোভ। যদিও জল না আসার কারণ সম্পর্কে কোনও উত্তর দিতে পারেন নি ওই পঞ্চায়েত সদস্যা। ঘটনার পর ওই পঞ্চায়েত সদস্যাকে নিয়েই এলাকার মহিলারা পঞ্চায়েত অফিসে যান। পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ জানান, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত যাতে জলে ব্যবস্থা করা যায় সেব্যাপারে খোঁজ খবর শুরু করছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments