নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বাঁদর বাবাজীদের ব্যাপক তান্ডবে অতিষ্ঠ শিল্পশহর দুর্গাপুরের সব্জি ব্যবসায়ীরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে বাঁদরের তান্ডবে এখনও পর্যন্ত ১০ জন ব্যবসায়ী জখমও হয়েছেন। ঘটনা দুর্গাপুর স্টেশন সংলগ্ন সেন মার্কেট এলাকার। স্থানীয় সব্জি ব্যবসায়ীদের বয়ান থেকে জানা গেছে, গত বেশ কয়েকদিন ধরে একটি বাঁদর সমগ্র বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, মানুষের ভয় তো দূরের কথা, ওই বাঁদরের হামলায় এখনও পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সমগ্র বাজার এলাকায়। বাঁদরের আক্রমণে একদিকে যেমন ব্যাবসা শিকেয় উঠেছে তেমনি ক্রেতারাও বাজারে আসতে আতঙ্কে ভুগছেন। এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, বনদফতরকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো পর্যন্ত ওই বাঁদরটি ওই এলাকায় ঘুরছে। স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপুল সাহাও বনদফতরের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন একাধিকবার জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেয়নি বনদফতর, সব দেখেশুনেও নিশ্চুপ তারা। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্কে ভুগছেন এলাকার ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ। বর্তমানে বাঁদরের হামলায় গুরুতর আহত এক ব্যবসায়ী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।