নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে উদ্ধার ১৮টি তাজা সকেট বোমা। ঘটনা দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের কাণ্ডেশ্বর গ্রামের শান্তিনগর এলাকার। সোমবার সকালে একসঙ্গে এতগুলি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, ঝন্টু মণ্ডল নামে এক ব্যক্তির শান্তিনগরে একটি গুদামঘর রয়েছে। সোমবার সকালে ব্যক্তিগত কোনও কাজে তিনি ওই ফাঁকা গুদাম ঘরে গেলে দেখতে পান বেশ কয়েকটি প্লাস্টিকের যার দেখতে পান। তার ওই গুদাম ঘরে রহস্যজনকভাবে ওই প্লাস্টিকের জারগুলি দেখে তার সন্দেহ হওয়ায় সেই জারগুলি খুলে তিনি দেখেন তাজা বোমা মজুত করে রাখা রয়েছে সেখানে। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি দুর্গাপুর থানায় জানালে পুলিশ, সিআইডি ও বম্ব স্কোয়াডে খবর দেয়। পুলিশ, সিআইডি ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ওই জারগুলি থেকে ১৮টি তাজা সকেট বোমা উদ্ধার করে। এরপর বম্ব স্কোয়াডের তত্বাবধানে ওই বোমাগুলি নিস্ক্রিয় করা হয়। কিন্তু কোথা থেকে কে বা কারা এত পরিমাণ সকেট বোমা ওই পরিত্যক্ত গুদামঘরে মজুত করেছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রাথমিকভাবে অনুমান, লোকসভা ভোট চলাকালীন দুষ্কৃতিরা এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বোমাগুলি মজুত করেছিল। কিন্তু নিরাপত্তা জোরদার থাকায় সেগুলি তারা কাজে লাগাতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।