নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পতঞ্জলী বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল আসানসোলের জামুড়িয়ার নিঘা মোড়ের কাছে অবস্থিত ওই বিস্কুট কারখানাটি। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকায় পতঞ্জলি সংস্থার ওই বিস্কুট কারখানায় আচমকায় আগুন লেগে যায়। কারখানার ভিতরে প্লাস্টিক, কাগজের পেটি সহ বিভিন্ন দাহ্যবস্তু থাকায় দ্রুত আগুন সমগ্র কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের কাজে হাত লাগায়। চারটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনের দাপটে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি কারখানার তরফে।