eaibanglai
Homeএই বাংলায়'কাটমানি' ফেরতকে কেন্দ্র করে তরজা অব্যহত শাসকদলের অন্দরে

‘কাটমানি’ ফেরতকে কেন্দ্র করে তরজা অব্যহত শাসকদলের অন্দরে

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের জেরে রাজ্যজুড়ে কাটমানি ফেরতের দাবি অব্যহত। যার আঁচ রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যেক দিনই প্রত্যক্ষ করছে রাজ্যবাসী। এবার সেই কাটমানি ফেরতের দাবি জানিয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার পড়লো। আর এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোনামুখী এলাকায়। শনিবার সকালে প্রথম নজরে আসে পৌরসভার সামনে এবং সোনামুখী শহরের বিভিন্ন স্থানে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখার্জ্জীর বিরুদ্ধে একাধিক পোস্টার। জানা গেছে বিজেপির তরফে সুরজিৎ মুখার্জীর বিরুদ্ধে কাটমানি, দুর্নীতি, স্বজনপোষণ ছাড়াও একাধিক অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির সোনামুখীর নগর মণ্ডল সভাপতি তাপস মিত্র বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে যে পোস্টর দেওয়া হয়েছে তা বাস্তব এবং সত্য। এছাড়াও তিনি বলেন চেয়ারম্যান যদি সত্যিই সত হন তাহলে আমাদের পোষ্টার দেওয়ার বিরুদ্ধে এফসিআইআর করুন। বিজেপির তরফে তোলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে বাঁকুড়ার রাইপুরের খয়েরবনিতে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ঘেরাও করলেন গ্রামবাসিরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারী প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে বুথ সভাপতি রামগোপাল মন্ডলের বিরুদ্ধে।। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুথ সভাপতি প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি হিসাবে পাঁচ থেকে পনেরো হাজার টাকা করে নিয়েছেন। তাদের অভিযোগ, টাকা না দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনার পরের কিস্তির টাকা ঢুকবে না বলেও হুমকি দিতেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments