eaibanglai
Homeএই বাংলায়বেহাল সেতুতে দিয়েই আতঙ্কের পারাবার গ্রামবাসীদের

বেহাল সেতুতে দিয়েই আতঙ্কের পারাবার গ্রামবাসীদের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণ নেই, ফলস্বরূপ বেহাল দশা বাসের সেতুর। পরিকাঠামোর এমনই অবস্থা যে বাঁশের ওই অস্থায়ী সেতু যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। এমনই ছবি বাঁকুড়ার সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের উত্তর নিত্যানন্দপুরের নাথপাড়া এলাকার। জানা গেছে, দীর্ঘ বহু বছর আগে বাম আমলে ডিভিসির ক্যানেলের ওপর এই বাঁশের সেতুটি নির্মিত হয়েছিল। আর তার পর থেকে একবারের জন্যও রক্ষনাবেক্ষন হয়নি ওই সেতুটির। অথচ ওই অস্থায়ী সেতু দিয়েই প্রত্যেক দিন প্রায় হাজার মানুষের যাতায়াত। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল নাথপাড়া, সমাজ-পতিপাড়া, সুমিতিমানা, পাণ্ডে পাড়া ও রাঙ্গামাটি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম এই বাঁশের সাকো। তাদের অভিযোগ, বাম আমলে এই সেতু তৈরী হলেও নতুন সরকার ক্ষমতায় আসার পরেও বেশ কয়েক বছর কেটে গেছে, কিন্তু কোনও নেতা-নেতৃত্বের এই ব্রিজের ওপর নজর পড়েনি। সেতু পেরোতে গিয়ে একাধিক বার এলাকাবাসীরা দুর্ঘটনার সম্মুখীনও হয়েছেন বলে জানিয়েছেন নিত্য যাতায়াতকারীরা। স্থানীয় এক বাসিন্দা কানন মজুমদার জানান, বর্ষার মরসুমে ক্যানেলের জল উপচে গেলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অবস্থাতেই এলাকার পড়ুয়াদের স্কুল যাওয়া-আস এবং গ্রামবাসীদের কাজে যেতে ও আসতে হয়। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এবিষয়ে স্থানীয় নেতৃত্ব আলমতি মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অস্থায়ী ওই ব্রিজের বিষয়ে উচ্চস্তরে জানানো হয়েছে। দ্রুত ওই ব্রিজটি ভেঙে সেখানে স্থায়ী কালভার্ট নির্মান করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments