নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ‘বাঁকুড়ার ভালবাসা’ স্লোগানকে সামনে রেখে নির্মল বাঁকুড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে নেমে শহরের নিকাশী নালা পরিস্কার বিষয়ে পৌরপ্রধানকে ‘সতর্ক’ করলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। শনিবার এই কর্মসূচী উপলক্ষ্যে শহরের মাচানতলা থেকে কলেজ মোড় পর্যন্ত এই কর্মসূচীতে নিকাশী নালা পরিস্কারের কাজে হাত লাগালেন স্বয়ং জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস থেকে পুলিশ সুপার কোটেশ্বর রাও পর্যন্ত। বাঁকুড়া পৌরসভা নিজেদের দায়িত্ব পালন করলে আজ এভাবে কোদাল, গাঁইতি নিয়ে জেলাশাসক, পুলিশ সুপারকে কোদাল, গাঁইতি হাতে নিয়ে নর্দমা পরিস্কারের কাজে নামতে হতোনা, এমনটাই মনে করছেন শহরবাসীর একাংশ। দীর্ঘদিন নিকাশী নালা পরিস্কার না হওয়ার ফলে নিত্যদিন নানান ধরণের রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ । এই কাজে পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ বলেই তারা জানিয়েছেন। জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস পরিস্কার বলেন, শহরের নিকাশী নালা গুলি সম্পূর্ণ অপরিস্কার রয়েছে। এবিষয়ে পৌরপ্রধান ও সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করা হয়েছে। এই ধরণের অভিযান প্রতি শনিবার ধারাবাহিকভাবে চলবে বলেই তিনি জানিয়েছেন।
স্বচ্ছ বাঁকুড়া শহর গড়ার লক্ষ্যে উদ্যোগ
RELATED ARTICLES