নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ সেফ ড্রাইভ, সেভ লাইফ তো রয়েছেই, সেই সঙ্গে নিত্যদিন বিভিন্ন রাস্তার মোড়ে নজরদারিও রয়েছে। কিন্তু তাসত্বেও বিভিন্ন সময়ে ঘটে যাচ্ছে দুর্ঘটনা। আর তাই দুর্ঘটনা রোধ করতে এবার আরও এক বিশেষ উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গাড়ি চালকদের কথা মাথায় রেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবার চালু হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সোমবার দুর্গাপুর, অন্ডাল এবং অন্যান্য বিভিন্ন জায়গার ট্রাফিক পোস্টে ট্রাক চালক এবং গাড়ি চালকদের দাঁড় করিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আমরা সকলেই জানি আমাদের দৈনন্দিন জীবনে চোখের মাহাত্ম্য কী? চোখ ছাড়া মনুষ্য জীবন অচল। আর সেই সাধারণ মানুষ যদি হন একজন গাড়ি চালক তাহলে তার কাছে চোখের মাহাত্ম্য অনেক বেশি। কারণ যেকোনো গাড়ি চালকের চোখের কোনোরকম সমস্যা থাকলে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা, প্রানহানির আশঙ্কাও থেকে যায়। তাই চোখের প্রতি অবহেলা করা উচিত নয়। আর সেই কথা মাথায় রেখেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এহেন শুভ উদ্যোগ। এদিন দুরপাল্লার সমস্ত ট্রাক চালকদের দাঁড় করিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা তাদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। সঙ্গে প্রয়োজনীয় চোখের ড্রপ বা চশমার ব্যবস্থাও করা হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। সেখানে গাড়ি চালকদের চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে যেমন অবগত করা হয় তেমনি সময়ে সময়ে নিয়মিত চক্ষু পরীক্ষা সম্পর্কেও সচেতন করা হয়। এক গাড়ি চালক জানান, তাঁর চোখে যে সামান্য সমস্যা রয়েছে আজ এই পরীক্ষার মাধ্যমেই তিনি জানতে পারলেন। এর ফলে তিনি সময়মত তার চোখের চিকিৎসা করাতে পারবেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এহেন নতুন উদ্যোগকে সাধুবাদ জানান গাড়ি চালকেরা।