নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আরও একবার দুর্গাপুর তথা শিল্পাঞ্চলে কাটমানি ফেরতের দাবি জানিয়ে পোষ্টার একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনা বুধবার সকালের। দুর্গাপুরের এ-জোন স্টীল টাউনশিপ এলাকায় একটি স্কুলের সামনে কাটমানি ফেরতের দাবিতে পোষ্টার দেখতে পান এলাকার মানুষজন। পোস্টারে স্পষ্ট ভাষায় শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ জানানোর পাশাপাশি অবিলম্বে সেই কাটমানি ফেরতের দাবি জানানো হয়েছে। শুধু স্কুলের সামনেই নয়, এদিনই এ-জোন এলাকার বিভিন্ন জায়গায় মেয়র পারিষদ প্রভাত চ্যাটার্জীর অনুগামী ঠিকা শ্রমিক ইউনিয়নের নেতা হিমাংশু আশ সহ সাহাবুদ্দিন ও আজিমুদ্দিনের নামেও কাটমানি ফেরতের দাবি জানিয়ে পোষ্টার উদ্ধার হয়। উল্লেখ্য চলতি মাসেই দুর্গাপুরে আরও একবার কাটমানি ফেরতের দাবি জানিয়ে পোষ্টার পড়েছিল। সেইসময় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যেক মাসে কাটমানি আদায়ের অভিযোগ উঠেছিল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনার পর ফের বুধবার সকালে পোষ্টার উদ্ধার উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।