eaibanglai
Homeএই বাংলায়স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক, রোগী দেখেন ফার্মাসিস্ট !

স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক, রোগী দেখেন ফার্মাসিস্ট !

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ চিকিৎসক নেই, তাই রোগী দেখেন ফার্মাসিস্ট| এমনই বেহাল চিত্র উঠে এল পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের তুন্তুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল ফরওয়ার্ড ব্লক| জানা গেছে সরকারী এই স্বাস্থ্যকেন্দ্রে ২০১১ সাল পর্যন্ত নিয়মিত চিকিৎসক ছিলেন| তারপর ২০১৩-১৪ সাল নাগাদ একসঙ্গে দুজন চিকিৎসক এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এলেও দুজন চিকিৎসক পালা করে সপ্তাহে তিন দিন করে ডিউটি করতেন| বেশ কয়েক মাস এভাবে চলার পর ওই দুই চিকিৎসককে অন্যত্র বদলি করে দেওয়া হয়| ফলে ইনডোর চিকিৎসা পরিষেবা একপ্রকার বন্ধ হয়ে যায়| দীর্ঘ ৯ বছর পার হলেও সেই শূন্যস্থান আজও পূরণ হয়নি। বহির্বিভাগে কোন ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চিকিৎসা চললেও চিকিৎসা করেন স্বাস্থ্যকেন্দ্রের একজন ফার্মাসিস্ট| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি পরীক্ষাগার ছিল, সেটিও গত কুড়ি দিন আগে তুলে দেওয়া হয়েছে| সব মিলিয়ে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা| মঙ্গলবার পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের তুন্তুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে ফরওয়ার্ড ব্লকের তুন্তুরি সুইসা অঞ্চল কমিটি একাধিক প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়| পরে পুলিশ ও স্বাস্থ্যদপ্তরের হস্তক্ষেপে ওই ফার্মাসিস্ট মদন গোপাল মাহাতো আগামী সোমবার এই বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবে এই মুচলেখা দিলে অবস্থান তুলে নেওয়া হয়| এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকক অনিল দত্তকে ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি| ফরওয়ার্ড ব্লকের বাগমুন্ডি লোকাল কমিটির সদস্য দেবব্রত মুখোপাধ্যায় জানান, আগামী সোমবারের আলোচনা ফলপ্রসূ না হলে চিকিৎসকের দাবিতে লাগাতার আন্দোলন চলবে|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments