নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বহুদিনের আবেদন নিবেদনের পর শুরু হয়েছিল পিচের রাস্তা তৈরীর কাজ। কিন্তু সেই কাজ শেষ হয়েও হল না শেষ। সৌজন্যে এলাকাবাসীদের কাজ বন্ধ করে বিক্ষোভ। ঘটনা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর গ্রামের। জানা গেছে, গ্রামবাসীদের দাবি মেনে প্রতাপপুর পঞ্চায়েত আমদই গ্রাম থেকে জগন্নাথপুরের-কালিনগর পর্যন্ত ৩.১ কিলোমিটার রাস্তা পিচ করার অনুমোদন দেওয়া হয় এক ঠিকাদার সংস্থাকে। সেইমতো বেশ কিছুদিন হল ওই এলাকায় পিচের রাস্তা তৈরীর কাজও শুরু হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিযুক্ত ওই ঠিকাদার সংস্থা ঠিকমতো রাস্তার কাজ করছে না। নিম্নমানের কাঁচামাল এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তা তৈরী করায় রাস্তা তৈরীর কাজ শেষ হতে না হতেই পিচ উঠে ফের নিচের মাটি বেরিয়ে পড়েছে। গ্রামবাসীদের বক্তব্য, পিচের রাস্তা তৈরী করতে গেলে রাস্তার মাটি কেটে সেখানে পাথর ফেলে তারওপরে পিচ দেওয়া নিয়ম, অথচ এই ঠিকাদার সংস্থা অতিরিক্ত মুনাফার লোভে মাটির ওপরেই পিচের প্রলেপ দিয়ে দায় সারা করে রাস্তার কাজ করছে, ফলে হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে আসছে। এরই প্রতিবাদে বুধবার এলাকার বাসিন্দারা একজোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন। যেহেতু জেলাপরিষদের তত্বাবধানে ওই রাস্তার কাজ চলছে তাই জেলা পরিষদ নেতা তথা দুর্গাপুর-ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ” ঘটনার বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন ,রাস্তার কাজ সঠিক ভাবে করার জন্য ঠিকাদারকে আগেই অবগত করা হয়েছিল, তারপরেও এই ঘটনা কেন ঘটলো তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঠিকাদার ওই সংস্থাকে ব্ল্যাক লিষ্ট করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।