eaibanglai
Homeএই বাংলায়টাকার অভাব ,নাকি উৎসাহে ২১ জুলাই এর হিড়িক উধাও পুরুলিয়ায়াই

টাকার অভাব ,নাকি উৎসাহে ২১ জুলাই এর হিড়িক উধাও পুরুলিয়ায়াই

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া :গতবার ছিল দুই শতাধিক বাস |ছিল ছোট গাড়ি |বছরের পর বছর ধরে চলার পর এবার ২১ জুলাইয়ের হিড়িক উধাও |বাস মালিক সূত্রে জানা গিয়েছে একুশে জুলাই এর যখন সপ্তাহ খানেক দেরি ,তখনো বড়জোর খান পঞ্চাশেক গাড়ি অগ্রিম বুক করা হয়েছে |পরিষ্কারভাবে হাঁড়ির হাল |অবস্থা সামাল দিতে মঙ্গলবার তৃণমূলের তরফে নিযুক্ত পুরুলিয়ার পরিদর্শক শুভেন্দু অধিকারী কে পাঠালেন নেত্রী ,আসলেন তিনি ,কিন্তু দীর্ঘদিন ধরেই মানুষের ক্ষোভ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে ,সাংবাদিকরা জিজ্ঞেস করলেন মেদিনীপুরের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছেন পুরুলিয়া জেলায় ,কিন্তু পুরুলিয়ার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছেন না কেন !প্রশ্ন করতেই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী ?বললেন আমার ব্যাপারে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেবো |গতবছর জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের পর এই শহরের প্রধান প্রাণকেন্দ্র বিক্ষোভকারীরা পুড়িয়েছিল শুভেন্দুর কুশপুতুল |একের পর এক পঞ্চায়েত দখল হলেও অনেকগুলি দায়িত্বভার এখনো বন্টন হয়নি |প্রকল্প বন্ধ |অন্যদিকে সদ্য পার হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে নেতাদের পকেটে থেকে বেরিয়েছে প্রচুর |আর ভোটের পরেই নেত্রীর কাঠ মানি ঘোষণা |তৃণমূল নেতাদের সামনে আর্থিক সমস্যা ভয়াবহ |অনেকেরই মাথায় ঘুরছে এটাই আশঙ্কা ,দল 2021 এ ক্ষমতায় না এলে এসব লগ্নি গুলি খরচের এমন খাতায় উঠবে যে আর জমার খাতায় ফিরবে না |তাহলে শুভেন্দু ,মলয়েরর পুরুলিয়া সফর কি এই আর্থিক সংকট বুঝেই ?গাড়ি ভাড়া কি দেওয়া হবে রাজ্য স্তর থেকেই ?কাকে যেতে বলবেন কলকাতা ?চিন্তা এখন মাথার চুল ছিড়ছে তৃণমূল নেতারা |ইতিমধ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে বিপদ আরোও বাড়িয়েছে বিজেপি |গত বছর ডিম ভাত খেয়ে এসেছেন এমন সমর্থক এবার বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন প্রকাশ্যে |জেলা তৃণমূলের এক নেতা বলে দিলেন ,এবার ট্রেনে বেশি ভিড় হবে |রিজাভ গাড়ির সংখ্যা কমেছে |তবে তা কি যাত্রী কমায়, না নাগদ ?যদিও সে বিষয়ে কিছু খোলাসা করতে চাননি তিনি |বাস মালিকদের কাছ থেকে জানা গেছে এতদিন বিশেষ করে লাক্সারি বাস গুলি রিজাভ করত তৃণমূল |লাইনের বাস ও থাকতো ,তবে সংখ্যায় কম |

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments