সোমনাথ মুখার্জি, লাউ দোহা : সোমবার আদিবাসী গাওতার তরফে দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ সমাবেশ করল। আদিবাসীদের বেশ কিছু দাবি দাবা নিয়ে এই বিক্ষোভ বলে জানান আদিবাসী গাওতার পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দিলীপ সোরেন। দিলীপ বাবু জানান যেভাবে আদিবাসীদের কাছ থেকে তাদের জমি জঙ্গল ছিনিয়ে নেবার চেষ্টা হচ্ছে তাতে তাদের অস্তিত্ব সংকটে। তাই তাদের এই আন্দোলন। এছাড়াও আদিবাসীরা জানান যেভাবে উত্তর প্রদেশের সোনভদ্র জেলার মূর্তিয়া গ্রামে যেভাবে ১১ জন আদিবাসী খুন করা হয়েছে, সেই খুনিদের ফাঁসি র সাজা চান তারা। এছাড়াও বেশ কিছু আদিবাসী আহত হয়েছিলেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও মৃত দের পরিবারকে ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি রাখেন পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাওতা সংগঠনের সভাপতি দিলীপ সোরেন। সোমবারের এই বিক্ষোভ সমাবেশে দূর্গাপুর ফরিদপুর ব্লকের প্রচুর আদিবাসী সমাজের লোকেরা। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ফরিদপুর থানার প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বিডিও অফিস চত্বরে ।