সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : যখন উত্তরবঙ্গে টানা বৃষ্টির ফলে তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। অপরদিকে অনাবৃষ্টি ও কাঠ ফাটা রোদে পুড়ছে দক্ষিন বঙ্গ। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের। স্বাভাবিক ভাবেই জুলাই মাস প্রায় শেষের দিকে কিন্তু এখনো বৃষ্টির দেখা নাই দক্ষিনবঙ্গ। ফলে ধান রোয়ার কাজ শুরুই হয়নি অধিকাংশ এলাকায়। আর সেই কারনে বাঁকুড়ার ইন্দাস থানার ভগবানবাটী গ্রামে আয়োজন করা হয় ব্যঙ্গের বিয়ে। রিতিমত ব্যণ্ড বাজিয়ে গোটা গ্রাম ঘোরানো হয় নব দম্পতিকে। প্রথা অনুযায়ী গায়ে হলুদ থেকে মালা বদল, সিঁদুরদান থকে সাতপাঁক বাদ পরেনি কিছুই। আট থেকে আশি সবাই যোগ দেন এই অনুষ্ঠানে। স্থানীয় সুতে খবর প্রায় ৫০ বছর আগে একবার এই গ্রামেই অনাবৃষ্টির কারণেই ব্যঙ্গের বিয়ের আয়োজন করা হয়েছিল। তখন ব্যাঙ্গের বিয়ে দেওয়াতে সুফল পেয়েছিলেন গ্রামবাসিরা। বিয়ের পরদিন থেকেই নাকি নেমেছিল প্রবল বৃষ্টি। আর তাই এবারও একই আশাতে গ্রামবাসিরা ব্যাঙ্গের বিয়ের আয়োজন করেন। এখন দেখার বিষয় গতবারের মত এবারও বৃষ্টি আসে কিনা।