সোমনাথ মুখার্জী, অন্ডাল- শুক্র বার বেলা একটা নাগাদ দু নম্বর জাতীয় সড়ক এর অন্ডাল গ্রামের কাছে দূর্গাপুর থেকে আসানসোল গামী একটা লরির চাকা পাংচার হতে দাঁড়িয়ে ছিল জাতীয় সড়কের উপর। লোরিটির খালাসী গাড়ি দাঁড় করিয়ে চাকা ঠিক করার কাজ করছিল। ঠিক সেই সময় পিছন থেকে একটা ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় ট্যাংকারের ড্রাইভার ,আহত হন দাঁড়িয়ে থাকা লরির খালাসী। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ির চালককে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় বের করা হয় । কারোরই নাম পরিচয় জানা যায়নি।
তবে বার বার জাতীয় সড়কের ওপর দিন দিন যে ভাবে দূর্ঘটায় প্রাণ হারাচ্ছে মানুষ ,তাতে চিন্তায় প্রশাসন। কারণ প্রশাসনের তরফে বার বার গাড়ি চালকদের নানান ভাবে রাস্তায় গাড়ি চালাতে সতর্কতা অবলম্বন করার কথা বলা হলেই ভ্রূক্ষেপ নেই কারও। তবে এই ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়ক প্রায় এক ঘণ্টার মত অবরুদ্ধ হতে যায় । অবশেষে পুলিশ মৃত দেহ ময়না তদন্তে পাঠায় ,ও যান চলাচল স্বাভাবিক হয়।
দু নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক,আহত এক
RELATED ARTICLES