সোমনাথ মুখার্জি, অন্ডালঃ শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। এককথায় শ্রাবণ মাস মূলত মহাদেবের পাবন মাস নামেই পরিচিত। প্রতি বছর এই শ্রাবণ মাসেই লক্ষ লক্ষ ভক্ত ভগবান শিবের মাথায় জল ঢেলে নিজেদের মনোস্কামনা পূরণের জন্য। আর ভক্তদের মনোকামনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসকে বিভিন্ন জনে আবার ভগবান শিবের জন্ম মাস হিসাবে মেনে থাকেন। তাই সমগ্র শ্রাবণ মাসেই বাবাধাম দেওঘর, তারেকেশ্বর ছাড়াও বিভিন্ন ছোট-বড় শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে ভিড় জমান অগুনতি ভক্তরা। আর এরকমই এক মহাদেবের মন্দিরে এবার ঘটল এক আশ্চর্য ঘটনা। অন্ডালের থানা রোড সংলগ্ন বাগচী বাড়ির শিব মন্দিরে হঠাৎই মন্দিরে থাকা পাথরের নন্দী মহারাজের মূর্তি ভক্তদের থেকে জল ও দুধ পান করতে শুরু করেছে বলে খবর। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নন্দী মহারাজকে নিজের হাতে দুধ খাওয়াতে বুধবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ছে। ভক্তরা জানান বিজ্ঞান, কুসংস্কার এসবকে দূরে রেখে শুধু ভগবানের প্রতি ভক্তি জ্ঞাপন করতেই তারা মন্দিরে হাজির হয়েছেন নন্দী মহারাজকে দুধ পান করাতে। তবে পাথরের মূর্তির দুধ খাওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেই একাধিকবার বিভিন্ন জায়গায় মূর্তির দুধ পানের ঘটনা সামনে এসেছে। তবে কারণ যাই হোক না কেন, অন্ডালে মূর্তির এহেন দুধপানের ঘটনায় এলাকায় মানুষজনের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।