eaibanglai
Homeএই বাংলায়সোনামুখীতে অনুষ্ঠিত হল "STAY GREEN, STAY CLEAN DAY"

সোনামুখীতে অনুষ্ঠিত হল “STAY GREEN, STAY CLEAN DAY”

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবার পর থেকেই বাংলাকে সুন্দর এবং ঐতিহ্যমণ্ডিত করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই মত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সোনামুখী সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন ও সোনামুখী পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ সোনামুখী হাসপাতালে পালিত হল “STAY GREEN, STAY CLEAN DAY”। এদিন হাসপাতাল চত্তরের নোংরা আবর্জনা পরিস্কার করা হয়। আজকের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন সোনামুখী ব্লকের বিডিও দেবলীনা সর্দার, সোনামুখী থানার ওসি আব্দুস সামাদ আনসারী, সোনামুখী ফরেস্টের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী, সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এছাড়াও আজকের এই কর্মসূচীতে সোনামুখী সিভিক পুলিশ ভলানটিয়ার ও ধানসিমলা বিদ্যাভবনের এনসিসির ছাত্র ছাত্রীরাও অংশগ্রহণ করেছিলেন। এরপর সোনামুখী হাসপাতাল থেকে ব্লক অফিস পর্যন্ত একটি পদযাত্রা করে এসে সেখানে বেশ কিছু গাছের চারা লাগানো হয়। সোনামুখী বিডিও দেবলীনা সর্দার , ওসি আব্দুস সামাদ আনসারী , সোনামুখী ফরেস্টের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী সহ সকলেই নিজে হাতে গাছ লাগান এবং হাসপাতাল চত্তরের নোংরা আবর্জনা পরিস্কার করেন । তাদের এই কর্মসূচীকে স্বাগত জানিয়েছেন সোনামুখী শহরবাসি । সোনামুখী বিডিও দেবলীনা সর্দার বলেন , আগামী দিনেও আমরা এই ধরনের কাজ চালিয়ে যাবো । এছাড়াও গ্লোবাল ওর্যারমিং এর হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আরও গাছ লাগানো হবে। সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় বলেন , আগামীদিনে আরও অন্যান্য ক্যামপাসে আমাদের এই সাফাই অভিযান চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments