সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : নগদ টাকা ও সোনার গহনা চুরি করে চম্পট দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়লো এক দুষ্কৃতি। ধৃতের নাম বিকাশ কুমার রায়। ঝাড়খণ্ডের বাসিন্দা।বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঝাড়খন্ডের বাসিন্দা বিকাশ কুমার রায় তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এক কাপড়ের ব্যবসায়ীর বাড়িতে কাজ করত। পুলিশের বয়ান থেকে জানা গেছে, ওই ব্যবসায়ীর ঘর থেকেই নগদ ১৮ লক্ষ ৮১ হাজার টাকা ও এক কেজি সোনার অলঙ্কার নিয়ে পাটনা এক্সপ্রেসে চেপে চম্পট দেয়। চুরির ঘটনা ওই ব্যবসায়ী পুলিশকে জানালে পুলিশ ঘটনার তদন্তে নামে। মোবাইল ফোনের সূত্র ধরে বাঁকুড়া ষ্টেশনে ওই যুবকের খোঁজ পায়। বুধবার বিকেলে বাঁকুড়া স্টেশনে পাটনা এক্সপ্রেস পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাঁকুড়া পুলিশ হানা দিলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ফিডার রোড সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছে থাকা চুরি যাওয়া ১৮ লক্ষ ৮১ হাজার টাকা নগদ ও প্রায় এক কেজি সোনার অলঙ্কার উদ্ধার করেছে। ধৃতকে বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে ট্রানজিট রিমাণ্ডে ধৃতকে কোয়েম্বাটুরে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে।