নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ভিনরাজ্যের পন্যবাহী লরির আটকে তোলা আদায়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার সিমলাপাল থানার হেতিয়াগাড়া এলাকা। পুলিশি তোলাবাজির প্রতিবাদে এদিন সকাল থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর হেতিয়াগাড়ায় পথ অবরোধ করেন এলাকার মানুষজন। অবরোধকারীদের অভিযোগ, বুধবার রাতে সারেঙ্গা থানার পুলিশের একটি টহলদারি ভ্যান পিরলগাড়ি মোড়ের কাছে ভিন রাজ্যের এক লরিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তার পিছু ধাওয়া করে সিমলাপাল থানার হেতিয়াগাড়ার কাছে তার পথ আটকায় অভিযোগ সারেঙ্গা থানার পুলিশ ওই লরি চালককে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে এলাকার মানুষ পথ অবরোধে সামিল হন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সারেঙ্গা থানার পুলিশ লরি থেকে জোর করে তোলা আদায় করে। প্রয়োজনে যেখানে জরিমানা আদায়ের বিধান রয়েছে সেখানে লরি আটকে তোলা আদায়ের ঘটনা নিন্দাজনক বলে মনে করছেন এলাকাবাসীরা।