সোমনাথ মুখার্জি, অন্ডাল- রাজ্য জুড়ে আপাতত তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মীরা ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনীত নতুন প্রকল্প “দিদিকে বলো”। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সাধারণ মানুষের দরবারে পৌঁছে এই প্রকল্পের সুজগ-সুবিধা সম্পর্কে জানাতে তৎপর শাসকদলের কর্মীরা। ব্যতিক্রম নয় অন্ডাল এলাকাও। শুক্রবার অন্ডালের দীর্ঘ নালা তৃণমূল কার্যালয়ে অন্ডাল ব্লক সভাপতি অলোক মণ্ডলের নেতৃত্বে দলীয় সমস্ত ছোট-বড় নেতা ও কর্মী-সমর্থক নিয়ে সাংবাদিক সম্মেলন করে “দিদিকে বলো” জনসংযোগ কর্মসূচি শুরু করলেন। ব্লক সভাপতি জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত জনসংযোগ কর্মসূচির কাজে কোনরকম ফাঁক রাখতে নারাজ তারা, তাই দলীয় সমস্ত কর্মীরা কোমর বেঁধে নেমে পড়েছেন। অন্ডাল এলাকার বিভিন্ন গ্রামেগঞ্জে, পাড়ায়-পাড়ায় ঘুরে সাধারণ মানুষের কাছে তারা যাচ্ছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের ব্যবস্থাও করছেন। শুধু তাই নয়, পথচলতি সাধারণ মানুষ, গাড়িচালক থেকে শুরু করে সকলকে “দিদিকে বলো” নামাঙ্কিত লিফলেট বিলিও করা হচ্ছে যেখানে কোন ফোন নম্বরে ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীকে যে কোনো বিষয়ে অভিযোগ জানানো যাবে সেবিষয়ে বিস্তারিত ছাপা রয়েছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে এলাকার যেকোনও রকম সমস্যা জানাতে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন।