eaibanglai
Homeএই বাংলায়বর্ধিত বেতন পাওয়ার দাবীতে অন্ডালে ঠিকাশ্রমিকদের বিক্ষোভ

বর্ধিত বেতন পাওয়ার দাবীতে অন্ডালে ঠিকাশ্রমিকদের বিক্ষোভ

সোমনাথ মুখার্জি, অন্ডালঃ শনিবার অন্ডালের কাজড়া এরিয়ার প্রায় সবকটি কলিয়ারীর ঠিকা শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে বিক্ষোভ সামিল হলো। ঠিকা শ্রমিকদের নেতা রবি দাস অভিযোগ করেন দীর্ঘ একমাস ধরে সংশ্লিষ্ট এরিয়ার ২৭২ জন ঠিকা শ্রমিক তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। রবি বাবু জানান,ঠিকা শ্রমিকদের এই আন্দোলনের ফলে ইসিএলের সদর দপ্তর থেকে পাস হয় বর্ধিত বেতন চুক্তি। পূর্বে ঠিকা শ্রমিকরা ২২০ টাকা দৈনিক মজুরি পেতেন, বর্ধিত বেতন পাশ হওয়ার পর ঠিকা শ্রমিকদের বেতন ৪২০ টাকা দেবার কথা ঘোষণা করা হয় ই সি এলের তরফে। ঠিকাশ্রমিকদের মতে ইসিএলের উর্ধতন কর্তপক্ষ বর্ধিত বেতন হার মেনে নেওয়ার পরও অসাধু ঠিকাদাররা শ্রমিকদের বর্ধিত বেতন দিতে অস্বীকার করছেন।
তার জেরেই শনিবার সকাল থেকে কাজোরা এরিয়ার সমস্ত ঠিকা শ্রমিক একজোট হয়ে তাদের কাজ বন্ধ করার পাশাপাশি সংশ্লি্ট এরিয়ার পরিবহনের গাড়ি গুলি বন্ধ করে দেন বিক্ষোভ কারী ঠিকা শ্রমিকরা। তাদের দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বর্ধিত বেতন চুক্তি মেনে নিতে হবে ঠিকাদারদের। নাহলে ইসিএলের থেকে সেই সব ঠিকাদারদের লাইসেন্স ব্ল্যাক লিষ্ট করতে হবে। বিক্ষোভকারীরা জানান যতক্ষণ পর্যন্ত তাদের দাবী মেনে নেওয়া না হচ্ছে তাদের আন্দোলন অব্যহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments