সোমনাথ মুখার্জী, পান্ডবেশ্বরঃ দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য জুড়ে তৃণমূল দলের পক্ষ থেকে পালন করা হচ্ছে “দিদিকে বলো” কর্মসূচি। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সরাসরি বাসিন্দাদের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনা। এজন্য দলের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে যার মাধ্যমে সরাসরি দলনেত্রীর কাছে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবে যে কেউ। সে জন্য মোবাইল নম্বর লেখা একটি ভিজিটিং কার্ডও তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। পান্ডবেশ্বরের বাঁকোলা সুভাষ কলোনি কমিউনিটি হলে মঙ্গলবার এই কর্মসূচি নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল ব্লক সভাপতি নরেন চক্রবর্তী জানান, এলাকার প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁচ্চাছি। কারোরও কোনও রকম অভাব-অভিযোগ থাকলে তা সরাসরি দিদিকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এই কর্মসূচিতে এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি বলেও তিনি দাবি করেন। অন্যদিকে একইভাবে “দিদি কে বলো” কর্মসূচীতে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে রাত্রিযাপন করলেনপঞ্চায়েত দফতরের মন্ত্রী শ্যামল সাঁতরা। দিদিকে বলো জনসংযোগে মন্ত্রী শ্যামল সাঁতরাকে কাছে পেয়ে গ্রামের মানুষ নিজেদের বঞ্চনা ও ক্ষোভের কথা জানিয়ে দিলেন। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বহ্মডাঙ্গা গ্রামের মানুষের ক্ষোভের জানাতে গিয়ে বলেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তো দুরের কথা, এই গ্রামে তার ছিটেফোঁটাও পৌঁছায় না বলে অভিযোগ। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রামের মানুষ পাচ্ছেন না বলে মন্ত্রীর কাছে অভিযোগ করেন গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি থেকে শুরু করে একশো দিনের কাজের প্রকল্পের সমস্যা নিয়েও মন্ত্রী শ্যামল সাঁতরার সঙ্গে কথা বলেন গ্রামবাসীরা।